Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে

সাম্প্রতিক অর্জনচ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ পরিকল্পনা


সাম্প্রতিক বছরসমূহের ( বছরপ্রধান অর্জনসমূহ:

সাম্প্রতিক বছরসমুহে প্রতিষ্ঠানের ৪র্থ তলা ভিত বিশিষ্ট একাডেমিক ভবনের টয়লেটসহ অন্যান্য মেরামত ও সংস্কার কাজ, প্রশাসনিক ভবনের মেরামত ও সংস্কার কাজ, ফার্ম মেশিনারী ও মেশিন টুলস অপারেশন ওয়ার্কসপের মেরামত ও সংস্কার কাজ, ইলেকট্রিক্যাল ও ওয়েল্ডিং ওয়ার্কসপের মেরামত ও সংস্কার কাজ, শহীদ মিনার নির্মাণ, টিনশেড ভবনের মেরামত ও সংস্কার কাজ, ২০ কেভিএ জেনারেটর স্থাপন, পাম্প হাউজসহ সাবমার্জিবল পাম্প স্থাপন, টয়লেট ব্লক স্থাপন, ৮টি ল্যাপটপ সংযোজন, ৪টি প্রিন্টার সংযোজন, ২টি ফটোকপিয়ার সংযোজন, ৫টি মাল্টিমিডিয়া ক্লাশ রুমের ব্যবস্থাকরণ, ১টি কম্পিউটার ল্যাবের সংস্কার ও উন্নয়ন, ৩১ চ্যানেল ডিভিআর সহ প্রতিষ্ঠানের গুরুত্বপু্র্ণ স্থানে ৩১টি সিসি ক্যামেরা স্থাপন, শিক্ষার্থীদের মানসিক বিকাশে আউটডোর ও ইনডোর গেমসের অবকাঠামাগত উন্নয়ন, বিশুদ্ধ পানি সরবরাহের জন্য ফিল্টারের ব্যবস্থা ও ওয়াশরুম বৃদ্ধিকরণ।


সমস্যা এবং চ্যালেঞ্জসমূহ:

প্রয়োজনীয় দক্ষতা অর্জনে শিক্ষা ও প্রশিক্ষণের গুনগত মান উন্নয়ন, পাবলিক-প্রাইভেট পারনারশীপ (PPP) কাযক্রম জোরদারকরণ, মানসম্মত কারিগরি বই ও শিক্ষা উপকরণের উন্নয়ন সাধন, শিক্ষার গুনগত মান উন্নয়নের জন্য বেসরকারি উদ্যোক্তাদের সক্ষমতা বৃদ্ধিকরণ, শ্রমবাজার তথ্য হালনাগাদকরণ, কারিগরি শিক্ষায় শিক্ষিত জনগোষ্ঠীর সামাজিক মযাদা বৃদ্ধি, পরিবর্তনশীল প্রযুক্তির সাথে খাপ খাওয়ানো, আউটকাম এর সাথে সামঞ্জস্য রেখে দেশের অভ্যন্তরে পযাপ্ত চাকরির সুযোগ সৃষ্টি, ই-বুক তৈরির ব্যবস্থাকরণ, প্রতিষ্ঠান ভিত্তিক MIS সেল খোলা, প্রতিষ্ঠান ভিত্তিক Job Placement সেল খোলা।



ভবিষ্যৎ পরিকল্পনা:

শিক্ষক-কর্মচারী কোয়ার্টার ও অধ্যক্ষের বাসভবন নির্মাণ, ছাত্রাবাস নির্মাণ, অত্যাধুনিক আইসিটি ল্যাব নির্মাণ, লাইব্রেরী ভবন নির্মাণ, অত্যাধুনিক কম্পিউটার ল্যাব স্থাপন, কনফারেন্স রুম ও জিমসেসিয়াম স্থাপন, খেলার মাঠ সংস্কার ও উন্নয়ন, আভ্যন্তরীন রাস্তা সংস্কার ও উন্নয়ন, বিশুদ্ধ পানি সরবারহ নিশ্চিতকরণের জন্য ওয়াটার পিওরিফিকেশন প্লান্ট স্থাপন ।


২০২৩-২৪ অর্থবছরের সম্ভাব্য প্রধান অর্জনসমূহ:

৫তলা ভিত বিশিষ্ট একাডেমিক ভবন নির্মাণ, ৪র্থ তলা ভিত বিশিষ্ট একাডেমিক ভবনের ৪র্থ তলার উর্দ্ধমুখী সম্প্রসারণ, ইলেকট্রিক্যাল ওর্য়াকসপের সিড়িসহ উর্দ্ধমুখী সম্প্রসারণ, ওয়েল্ডিং ওর্য়াকসপের সিড়িসহ উর্দ্ধমুখী সম্প্রসারণ, নতুন সাইকেল গ্যারেজ নির্মাণ, বাউন্ডারী ওয়াল উঁচু করণসহ কাটা তারের বেড়া, মেইন গেট নির্মাণ, পতাকা স্ট্যান্ড নির্মাণ, আভ্যন্তরীণ রাস্তা নির্মাণ, মাল্টিমিডিয়া ক্লাশ রুম স্থাপন, কনফারেন্স রুম ও জিমসেসিয়াম স্থাপন, পূর্ণ আসনে শিক্ষার্থী ভর্তির ব্যবস্থা গ্রহণ।